জীবন নিচ্ছে জীব, রক্তাক্ত জলাধার;
দুখের ভেলায় দুখী করে বসবাস,
আলোর ভূমে মোহ-লালসা-অন্ধকার,
আদি হতে অন্ত ব্যাপি নিত্য সর্বনাশ?
বিদ্য ভূমে কীটের পরশে আর্তনাথ,
মগজের কনিকায় বোমারু লাভায়,
হিংসা জলে উজান জোয়ারে ত্রাণনাথ,
সুখীপুরে উকি দেয়, আশা-নিরাশায়।
আজিকার পৃথিবীতে সুখী হোক প্রাণ,
গানে-মনে, আনন্দ-নয়নে তব সুরে,
পুস্পিত বনে, তাজা ক্ষণ হবে না ম্লান,
দেবদূতের আলোকে আজি স্বর্গপুরে।
কপোত মেলেছে ডানা, জাগে ভোর সদ্য
আর নয় রক্তগঙ্গা, নয় যুদ্ধ অদ্য।।
০৮/২১/২০১৪