সাহিত্যের বিকেলে এক পশলা বৃষ্টি,
পাহাড়ের গায়ে নামে রজনীর সন্ধ্যা,
আঁকা-বাঁকা পথে হেঁটে চলা পথিকের
ছেঁড়া পাঞ্জাবীর পকেটের ভাঁজে
পুরনো দলিলের চিরকুটে লেখা জীবনের গান,
কাঁধের থলেতে ভাঙ্গা কলমের বেসুরা কান্না,
ছুটে চলে কবি আড্ডার গগণে।

০৮/২০/২০১৪