বৃষ্টির আঁচলে দিলাম পেতে রোমাঞ্চিত মুগ্ধতা;
ঝাপটা হাওয়ার পাটাতনে লুকিয়ে থাকা আলোকের দিন,
বাঁধ ভাঙ্গা জোয়ার সীমানায় করে বাস
এক ঝিলিক দেখার প্রত্যাশায়
রোমাঞ্চিত দিনের শিহরিত মনে।
ক্ষণিকের ভাবলেশহীন সময় চলে যায়;
গগনের নির্ঘুম রাত চলে নিত্যবধি
নীরব সাক্ষী মায়াবতী হাসনাহেনা,
গন্ধের বারতা লয়ে রোমাঞ্চিত সীমানায়,
সীমাহীন বক্ষের শান্ত জোয়ারে।
আমার শান বাঁধানো পদ্মপুকুরে
রাজহংসির ভাসমান দাপাদপি,
ঢেউগুলো তালের মাতালে
পদ্মপাতার আলস্য শরীরে অতি সঙ্গোপনে
শিহরণ জাগায় মনোমন্দিরে,
পাড়গুলো খসে পড়ে মায়ায় বন্ধনে।
হোক না বাঁধনহারা দিন কোন শ্রাবণে,
বৃষ্টির আঁচলে নিবে ঠাঁই ঘাসফুল,
মুষ্ঠিবদ্ধ হাতে সময় করুক খেলা,
বেলা-অবেলার ফোটা ফোটা গাঁয়ে,
চমকিত গগণে।
হাসনাহেনার গন্ধের অবগাহণে,
সিক্ত হোক অদেখা ভূবন।
০৮/১৮/২০১৪