১।
পিনাক দিলো ডুব সেদিন
মাঝ দরিয়ার জলে,
মালিক-ইজারাদার সব
দোস্তি তলে তলে।
২।
সুইমিংপুলে করে স্নান
পপির ঘুষখোর স্বামী,
মাঝে মধ্যে ইচ্ছে জাগে
নোংরা জলে নামি।
৩।
ওড়নাটা গেলে খসে
দমহা হাওয়ার উড়িয়া,
এই বয়সে বুড়ো দাদু
তাকায় কেমনে ঘুরিয়া!
৪।
ভাঙ্গা রাস্তায় যাচ্ছে বাসটি
হেলিয়া-দুলিয়া,
হাড়-গুড়-মাংস
যাচ্ছে গুলিয়া।
৫।
রসগোল্লা-কালোজাম
রোজ খায় মিষ্টি,
বহুমূত্র-ডায়াবেটিক
ভরে যাচ্ছে গুষ্ঠি
০৮/১৫/২০১৪