সবুজ-শ্যামল-শান্ত ছায়া ঘেরা ভূমে;-
গভীর নিশিতে ধ্যানে নিমগ্ন আলোকে,
মানুষের কল্যাণে বারে তজবী চুমে
ভয় নাই, শংকা নাই এসো তার বুকে।
কিছু লোক, বুভুক্ষু চোখের মায়া;-
হাত কাঁপে থর থর নিশানা সবুজ,
আচমকা দেয় ছুড়ে বিষাদের ধোঁয়া
ভেঙ্গে দেয় বিশ্বাস-মসজিদ-গম্বুজ।।

দিকে কোলাহল, নির্ঘুমে চোখের জল;-
ক্রন্দনে বিবেকে নিরাশার শুধু জয় ,
বুড়িগঙ্গা হয় লাল, প্রাপ্তি এই ফল?
পিতৃহীনা হয়ে আজি নাই আর ভয়।
ভেবেছিলো শকুনে বিবেক গেছে মরে,
পিতার চেতনার বারতা লয়ে ভোরে।।

০৮/১২/২০১৪