বালকটি লিখেছে চিঠি বাবা প্রাপক;-
না বলা কতকথা প্রশ্ন কতক মনে,
ঈদে জামা, জুতাখানা বায়না ব্যাপক
চিঠি পড়ে হাসে বাবা শুধু দিন গুনে।
স্বপ্ন বুকে বাসা বাঁধে যাবে কবে বাড়ি?
কেনাকাটা হলো সারা, সাথে গুছগাছ,
বলেছিলো নিতে হবে বড় রুই মাছ,
অপেক্ষার গুনে প্রহর চুলাতে হাড়ি।
অবশেষে লঞ্চ ছাড়ে লোকে সমাগম;-
হেলেদুলে ধীরে চলে ভয় জাগে মনে,
এই বুঝি যাবে ডুবে, কাছে যেন যম
দেখা বুঝি হবে না আর কারও সনে।
পদ্মা বুকে ভাসে চিঠি, ভাসে ঈদ জুতা,
কে নেয় কার জীবন, কে জীবন দাতা?
০৮/১২/২০১৪