(আজ বিশ্ব আদিবাসী দিবস)
রসুলপুর থেকে পচিশ মাইল কিংবা
পচিশ মাইল থেকে দোখলা রেঞ্জ,
সবুজ থেকে সবুজ প্রানের এক ভিন্ন পৃথিবী,
ঈশ্বরের লালিত স্বপ্নের এক মুঠো জমিন
আত্মার বন্ধনে আদি মানবের ভালবাসা।
বন-পাহাড়ের সখ্যতার আদিরূপে
বনের সাথে কথা কয় দকমান্দা, খাদি পাঞ্জাবী,
সন্ধ্যায় দোখলার সাংমার চায়ের দোকানে,
কবি মতেন্দ্র মানখিনের কাব্য ভূমে
কবি বচন দা'র খন্ডিত স্বপ্নে।
সবুজ বন আজও স্বপ্ন দেখায় বেঁচে থাকার সংগ্রামে,
পাতার ছাউনীর ভালবাসার নীড়ে,
সুখেরা ভীড় করে সন্ধ্যালোকের দুয়ারে,
হাগরাগুরির রঞ্জিত দ্রং-এর ভাঙ্গা ভ্যানে,
মাতৃত্রান্তিক শৈবাল দ্বীপে।
একদিন সবুজের বুকে রক্ষকের চাবুক-চাপড়,
দ্বিখন্ডিত হয় নাড়ির বন্ধন,
উচ্ছেদের নামে ইকোপার্ক, গুলি হত্যা, গুম,ধর্ষণ ,জমি জমি দলখ, কাঁটাতারের বেড়া।
তবুও থামেনা আচিক পাড়ার বেঁচে থাকার স্বপ্ন,
একদিন উঠে প্রতিবাদের ঝড়
ঘরের বাইরে এক ঝাঁক দেবতা,
বাবুল নকরেকের কলমে যুদ্ধ-দামামা,
পীরেন স্নালের রক্তের দাগ,
উদবাস্তু সরকার কুঁকড়ে উঠে!
আধুনিক সভ্যতার নামে সভ্য সমাজ
থাবা বসায় আদি মানবের হৃদে!
যে সমাজ জানেনা ধর্ষণের প্রতিশব্দ কি?
তাদেরকে করি ধর্ষণ ডিগ্রির বোঝা নিয়ে!
ওরা কি চায়?
টাকা?ধন দৌলত?বাড়ি-গাড়ি,ডিগ্রি?
না, কখনো না,
ওরা চায় সবুজ বাংলার এক চিলতে সবুজ ভূমি।
দেবে কি সভ্য সমাজ?
০৮/০৯/২০১৪