(কবি গুরুর ৭৪তম মহাপ্রয়ান দিবসে)

শেষ বিকেলের পড়ন্ত রোদে তোমার মুখচ্ছবি
কবিতার খাতার পাতায় পাতায় এঁকে দেয় জলছবি
তোমারী কাব্য ভূবনের আঙ্গিনায়।

তোমার গানের সুর ও ছন্দ সে তো জীবন বীণা,
হতাশার মননে জাগায় আশা
ধ্যানালয়ের মগ্ন মানবের স্বর্গধামের সিড়ি,
ভজনালয়ের ভজন প্রাঙ্গণে যজ্ঞ নিবেদনে
ঈশ্বরের নিবীড় বন্ধনে সুক্ষ সূতার মালা,
শতবর্ষের আগামী কল্পনে
তারুণ্যের জয়োগানে আলোক দিশারী,
তুমি পরম গুরু রবীন্দ্রনাথ।

বাইশে শ্রাবনের শ্রাবনধারা সময়ের স্রোতে ভাসে,
কলুষিত মনে গানের সুধা জল,
পুন্যের বারতা দেয় এনে,
গীতাঞ্জলির স্তবকে স্তবকে,
বর্ণে,উড়ে তালে।

০৮/০৭/২০১৪