রাত নেমে আসে গভীর নিস্তবতায়;
ঘুমেরা করে অবগাহণ শান্ত নিবীড়তায়,
পুষ্পেরা আবদ্ধ ঘরনার শ্ংকিত সময়ে
পোকারা ডেকে কয়,
শয্যা কেন অসময়ে স্তবব্ধতার ধরনীতে?

অঝোর বৃষ্টিধারায় কচি প্রাণের স্পন্দন,
পীচঢালা পথ আগলে রাখে মমতার বাঁধনে,
ঈশ্বরের সময়ের কঠিন পাদদেশে
মেপে চলে জীবনের মিনিটের কাঁটা,
পদস্খলন  হবে না সব লেনদেন
হবেনা বিলীন আকাশের সব রং।

তারার ফসলে বিচ্যুত পিন্ডের ছুটে চলা,
দিকভ্রষ্ট পথিকের শংকিত মনে,
হতাশার রেণুরা করে বাস অবেলায়
অন্ধকারের অচেনা বন্দর।।

অন্ধকারে আলো, আশারা ক্ষণে জ্বালো,
শান্ত সমুদ্রে কর অবগাহণ,
সূচিস্নানে বিধৌত হোক পাপভার,
এসো ধ্যানী, এসো জ্ঞানী
নিস্তব্ধ আঁধারে, তপস্যালয়ে,
ব্রতীয় জীবনে হোক আরাধন
ক্ষণিক স্বাধীন জীবনে।।

০৮/০৪/২০১৪