শ্রাবণ মেঘের দিনে পুষ্প কাননের আঙ্গিনায়
মুগ্ধ নয়নে, মন রাঙ্গিয়ে দিবস বসিয়া যায়
হেরী তব নাম জপিয়া নিশি, উষ্ণ মেঘের পরে
মধু কুঞ্জরে ভ্রমর বসিয়া এসো এসো তব ঘরে।

১।
বজ্র বাতায়ণে আলোকের ঝলকে
                                     ভীত আজি লোকালয়
সাদা পালে দোলা, ঢেউয়ে ঢেউয়ে খেলা,
                                            মনে সদা সংশয়।
ভাসিয়া চলেছে একাকি তরী,
                                শক্ত হাতের ঠিকানায়
ফিরিয়া তাকায় লক্ষী বধু,
                             আহত চোখের ইশারায়।

২।
মেঠো পথের কাঁদার খেলা
                             ঝাঁকে ঝাঁকে কচি মুখ,
অনাহারী ভূমে চিত্ত সুখে
                             শ্রাবণের সঞ্চিত সুখ।
রবি গুরু ডাকে ভৈরবী তালে
                                  আজিকার কোন প্রভাতে,
প্রাণের পরশে, গানের দিবসে,
                                  সঞ্চয়িতার নরম হাতে।

৩।
নিমগ্ন সবুজের পাতা-শাখা তলে
                                    শ্রাবণ গানের সুরে,
আসন পাতিয়া, কত সুর বাঁধিয়া
                                   শ্রাবণ ধারার ভোরে।
০৮/০৩/২০১৪