কবিতায় দেখি আজ প্রতিবাদের ছায়া;
কখনো ছন্দেরা দানা বাঁধে দেয়ালের পলস্তরে
প্রকাশ্য দিবালোকের শকুনের বোমার আঘাতে
যে শিশুটি ক্ষত-বিক্ষত!
আগলে রাখো হে বিদ্রোহের কবিতার দেয়াল'

কবিতার শব্দেরা আজ আকাশের ভেলা;
মৃত্যুপুরীর অশুরের তান্ডবের খেলায়
প্রতিরোদ্ধ শব্দের ভেলা হোক
অবরোদ্ধ বলয়ের প্রতিরোদ্ধ বিবেক।

কবিতার মাত্রার আগ্রাসনে শান্তির কপোত;
মুর্খ ভন্ডের পৃথিবীতে সোনালী চাঁদের
আজন্ম ঠিকাদারের শিয়রে-মননে
বাসা বাঁধুক খসে পড়া পালক।

কবিতার অলংকারের ধ্বনিতে আজ
বেঁচে থাকার অধিকার,
হিংসার আগুনের হোক নির্বাসন,
ক্ষমতার মহাজনের দূয়ারে
উঠুক জ্বলে মঙ্গল-দীপ,
ধূপারতির-জলসিঞ্চনে ভেসে উঠা শিশু
জন্ম নিক পাষাণের অন্তরে,
একটি বোমাহীন সোনালী দিনে।

আমার কবিতা আজ প্রতিবাদের কথা বলে;
আমার কবিতা আজ প্রতিরোধের কথা বলে,
কবিতাকে আজ ভাসিয়ে দিলাম
ভালোবাসার শান্ত-শীতল জলে।

০৮/০২/২০১৪