(গাজায় ঈদ)
উন্মাদ পৃথিবীর উন্মাদনার পরশে
বেহিসেবী মনের করুণাক্ষেপ,
কবিতার খাতায় জমে থাকা ধূলো
বারুদের গন্ধে মাতানো কচি প্রাণের বদ্ধতা,
কলমের কালো জলে রক্তাক্ত লালা
পাতায় পাতায় জমে থাকা মাংসপিন্ড
হাহাকার, শিশুদের অভুক্ত মুখ
সন্তানহারা মা, গগনবিদায়ী কান্না!
আজিকার ধ্ব্ংস যজ্ঞের পৃথিবীতে-
কি করে হবে কবিতা?
০৭/২৮/২০১৪