শীতলক্ষ্যার ঘোলা জলের বালু পাড়ে বাড়ি
ওকুল ডাকে সকাল-সন্ধ্যা এক সূঁতোতে নাড়ি।
ও ভাই কেমনে বাড়ি ফিরি
আমি লক্ষ্যা বুকে ঘুরি।

১।
কালীগঞ্জের খেয়াঘাটের উছলে পড়া ঢেউ
ভাঙ্গা নায়ে বাদাম ফেলে অচেনা যে কেউ,
ঢেউয়ের তালে মন উতলা নিবু নিবু ক্ষণ,
বৈঠার তালে ভরা বক্ষে বেঁধে দিলাম মন।

২।
ঘোড়াশালের ঘোড়ার গাড়ি, তেষ্টা জলে পান
উজান গাঙ্গে নকিব মাঝিক পাগল করা গান,
সাদা চরের মাঝে বাসা কোন রূপসীর চল?
নকিব মাঝির ভরা মনে প্রেমে রাঙ্গে জল।

৩।
জামালপুরের জামাল কাকা হাটে সন্ধ্যে বেলা,
লক্ষ্যা পাড়ে একা কাকি মনে লাগায় তালা,
বাপের বাড়ি কালীগঞ্জে, ডাকে আপন সুরে
বলেছিলো জামাল কাকা নিয়ে যাবে ভোরে।

৪।
লক্ষ্যা পাড়ে কলাপাতার মিছি মিছি খেলা
কত সিঁদুর, কত শাখা, পড়েছিলো মালা,
আজ শীতলক্ষ্যার বুক চিড়ে যায় চোরা সাধুর চালে
ভরা লক্ষ্যায় আটকে আছে নেতা-চোরার জালে।

০৭/২৪/২০১৪