(গাজায় নিহত শিশুদের জন্য)
খেলার কোলাহল থামেনি তখনো-
খেলার বল ছুটে চলে শহুরে রাস্তায়
খোলা প্রান্তরে, সবুজের সীমানায়।
গাছে গাছে পাখির সনে সখ্যতা
আধফোটা ডিম, পালকহীন ছানা
প্রতিক্ষিত চোখ খুঁজে ফিরে আকাশের নীল পথ,
উড়িবার সাধ্য লয়ে মক্ত মঞ্চে।
মেঠো পথে ধূলোতে লুটোপুটি খায় আনন্দ
বাঁধহীন উল্লাসে সময়ের টানে
কচি প্রাণে সীমাহীন আনন্দের জোয়ার,
সাঁতার কাঁটে আগামী দিন, আগামীর স্বপ্ন।
একদিন নিঝুম আমাবশ্যার রাত;
মেঠোপথে লাল নদের জোয়ার
কুকুরের আনন্দ উল্লাসে
কঁচি মাংসের হিংসার স্বাদ!
তৃপ্ত মাননতার চোখে ঘৃণার অশ্রুপাত,
যান্ত্রিকতার তান্ডবে সমরে হত্যাযজ্জে
নিস্তব্ধ শ্মশানপুরী শকুনের নিয়েছে স্থান।
মাঠে মাঠে ক্ষুদ্র বলের টায়ারে,
জ্বলে উঠা আগুনে দংশিত বিবেকে
মানবতার উঁইপোকা বাসা বাঁধে,
ক্রুশবিদ্ধ যীশুর রক্ত ঝরে বারে।
বিবেকেরা আজ গেছে মরে
অমানবতার শ্মশানে।
০৭/২১/২০১৪