(প্রিয় হুমায়ুন আহমেদ এর ২য় মৃত্যুবার্ষি্কীতে শ্রদ্ধাঞ্জলি )

সময়ের বাহুতে বেঁধেছিলে প্রাণ নক্ষত্রের সাথে
মহা পুরুষের আগমে ধরণীতে
আনন্দ-হাসির জোয়ারে মেতেছিলো মর্তলোক ,
সাহিত্য গগনে জ্বলে উঠা তারা
আলোকের পথদিশা তুমি মহান।

নতুন ধারার বীনার টানে
সমস্বরে পথিকের দল
অচেনা মুখে, চিরচেনা সুরে
ক্ষুদ্র বাক্য বলয়ে ভেসে বেড়ায়
পল্লী-পাড়ের বৈঠার ছলাতছল।

আকাশের তারারা আজ কথা কয়
চাঁদনী পশর রাতে হিমুর সনে
মিসির আলী ঘুরে বেড়ায়
লোকালয় প্রান্তরে মানবের ভবে
কবিতার আসরে, কবিতার বাসরে।


০৭/১৮/২০১৪