১
বিশ্বকাপে কাঁপে বিশ্ব
বাংলা বলে মেসি মেসি,
অন্ধকারে কেঁদে মরে
উজান গাঁয়ের নিস্বঃ সূচি।
২
ভিন দেশী পতাকা আর
ভিন দেশী নেইমার,
অবহেলায় পঁচে মরে
নেই দাম প্রতিভার।
৩
মিছিলে-আনন্দে ওরা
হই হই রৈ রৈ,
এক মাস কালা জ্বরে
লাল-সবুজ গেলো কই?
৪
উল্টো পথে চলি সবে
দেশ নিয়ে ভাবি কম,
এই তো দেশ-প্রীতি
হইচ্ছে ভাই হরদম।
০৬/২৮/২০১৪