প্রত্যহ ভোরে শিশির সিঞ্চনে অবগাহণ;
ধূপারতির ধুম্র বলয়ে আবিষ্ঠ মননে
শুভ্র মেঘের ছায়ার ডালে
পুষ্পারতির ধ্যানালয়ে তোমারই
যজ্ঞ নিবেদনে অজ্ঞ ধূলিকণা।

দিবস বসনে কীর্তনিয়ার বেশে,
খঞ্জনির ধ্বনি হৃদয়ভবে এক নামার
যজ্ঞ জপে, মাতাল মনে প্রসাদ দানে
জয় হোক তব, হোক জয় তার নামে
বন্দনা করি, সাধনা করি
আজি ভৈরবে তোমার চরণে।

সান্ধ্য তারার জোনাকী আলো,
জগত ব্যাপিয়া অমানিশার কালো
যাবে ঘুচে ক্ষণে, শুভ মন্ত্রপাঠের পাতায়,
তোমার আরাধ্যলয়ে।

০৬/২৭/২০১৪