পদ্মার যৌবনে হার মানে নকিব মাঝি,
জীবন নৌকার পাটাতলে লুকিয়ে থাকা স্বপ্ন
শামুক-মালঞ্চ চেটে-পুটে খায়!
নকিব গলুয়ের ললাটে এঁকে দেয় উষ্ণতা।

জোয়ারর্ভরা যৌবনে মনে বান ডাকে
সাঁতরে বেড়াতে মন চায়
অব্যক্ত বাসনার আগনে ঝাপ দেয় মাঝি,
নদীর অতল গভীরে খুঁজে সুখ,
ঝিঁনুক-মুক্তার পরশে উন্মাদনার দানব
নিমিষেই শান্ত পাথরে করে বসবাস।

যৌবনা পদ্মার আক্ষেপ-
'মাঝি এখনো গোল করতে পারলা না!'


০৬/২২/২০১৪