তোমাকে হারানোর ভয়টা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়;
সেদিনও সন্ধ্যাকাশে মৃদু আলোদের খেলা ছিলো
ছিলো বাতাসে প্দ্মপাড়ের সুরভিত ঘ্রাণ,
জেগেছিলো কবিতা,মেতেছিলো মন, কবিতায় প্রান!

শ্মশানঘাটের নিভু নিভু আলো,
ঠিকানাবিহীন আচেনা শত পদচারণ,
ভাঙ্গা টেবিলে পড়ে থাকা আধুলী
যক্ষার ছায়াতলে বেঁধেছে বাসা
ইজারার জীর্ণ -শীর্ণ  বাক্স-পেটরা!
শুধু তোমার পদাঙ্ক অনুস্মরণে।

প্রাইমারী স্কুলের কদম ডালে
পাখিরা বেঁধেছিল বাসা অলক্ষ ক্ষণে
উত্সুক পথিক, চায়ের দোকানের ভাঙ্গাবেঞ্চে
সারল্য নয়নে মুগ্ধ অবহাহণে,
কবিতার স্বাদ কি রোমাঞ্চিত জলে কাঁটে সাঁতার?

বেদীর পদতলে পুষ্পারতী সাধনার বাসনা,
বিশাল আকাশে হারিয়ে ভজনালয়,
পবিত্র জলসিঞ্চনের ফোঁটা ফোঁটা অশ্রুধারা
কবিতার মলাটে ধুলোরা করে বাসা
অরোমাঞ্চিত জীবনের হালখাতায়!

কবি, আজও ধুলোর ঘ্রাণে খোঁজে ফিরে,
হারানো মনের বাগান,
পুড়ে যাওয়া রোমাঞ্চিত ভস্ম।


০৬/২১/২০১৪