আলোক বর্ষের তেপান্তরে, মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে
দিক বিজয়ের উতাল হাওয়ায়
ছুটছে বেগে রঙ্গিন পালে,
লাল সবুজের বিজয় নিশান।

রক্ত ঝরা, ঘামে ভেজা কোন সেদিন
দম্ভিকতার আড়শ ভেঙ্গে নহে ক্ষীণ,
শিল্প-শৈলীর সুক্ষ-দক্ষ বোনন হাত
লাল সবুজের ছায়াতলে জাত-বিজাত।

ভ্রাতৃ -প্রেমের তরী বেয়ে উজ্জল গগণে
বিশ্বলোকে জ্বলছে হেসে দুরন্ত পবনে,
নাহি ক্ষয়, নাহি ভয় হবে নাকো লিন,
লক্ষ-কোটি পতাকায় আজ লাল সবুজের দিন।

হতাশার কালো মেঘ, নিমগ্ন স্রোতে
সোনালী আলো লয়ে, এসো এ প্রাতে।

০৬/১৭/২০১৪