কাব্যিক আলোর ভূমে মগ্ন-ধ্যানে
হাস্যোজ্জল ভালোবাসায় সিক্ত
কোন জনমের চিরচেনা মুখ
আড্ডায়-কথায় মিলে-মিশে একাকার।

দূর প্রবাসে বসে দেখি
মনের আলোকের দক্ষিণা কোনে,
আমি শুনি কবিতা, শুনি গান
প্রিয় কবির কন্ঠে।

সময়ের টানে, ভালোবাসার গানে
সুরের মধুর মোহনায়
মিলনের মেলায় আবারও হবে দেখা
অদেখার আলোঘরের সাজে।


০৬/০৯/২০১৪