চেনা সুরের গানগুলো বদলের পাখা মেলে,
কথাওগুলো থেকে যায়, গেঁথে থাকা মনে,
চোখে ভাসা স্বপ্ন রেখায় নতুন দিনের গানে
ফিরে আসে মনের টানে হারানো সেই প্রানে।

ভীতের গঠন মজবুত বাঁধে বাসা,
আলগা মেঘে আচ্ছাদিত ক্ষণে
ক্ষণিকের জলসায় উন্মাদনার খেলায়
রং থেকে খসে পড়ে অসভ্যতার ছবি
মেঘের কোনে উজ্জলতায়
ভীতের দেখা মেলে।

দিনগুলো বার ফিরে আসে,
ফুলের মধু-মাল্য নিয়ে,
আনন্দিত মানব জাতি
পড়ে গলে সিক্ত মনে।


০৬/০৮/২০১৪