(আমার ঘরের মেঝেতে কাঠ। তার নীচে পানি। কোন মতে পানি সড়ানো যাচ্ছে না। তা থেকেই কবিতার জন্ম।)
ইট-কাঠের দালানের ছোট নীড়ে,
প্রানী থেকে প্রানীর সমাগমে
বসবাসযোগ্য পৃথিবীতে কাব্যরসিক কবি।
উপরে খোলাকাশ মাঝখানে ছাদ,
ভিতরে রঙ্গীন আলো, পাঠাগারের বইয়ের সমাহার
নীচে প্রানহীন শুকনো কাঠের বিছান
তারও নীচে অথৈ জল আর জল।
আমি নীরবে ঘুমাই জলের বিছানায়,
মাছেরা করে খেলা আনন্দ বানে।
আমার মনে ভিজে, দেহ ভিজে
আমি তাকিয়ে থাকি এক টুকরো
শুকনো রোদের বিছানায়!
০৬/০৭/২০১৪