আলোকেরা করুক খেলা, জীবনের ল্যাম্পপোষ্টে,
অন্ধকারে মৃয়মান অচেনা বনে
মৃতদের উল্লাসে উন্মাদ সময়
লক্ষ্যভ্রষ্ট পথিক থমকে দাঁড়ায় প্রভাতে।
জাগাতে চাই একবার জীবন পুড়া শুভ্র ছাই
চোখের কোনে আটকে থাকা স্বচ্ছ জলে
আদরে আঁচলের ভাপ এসে লাগুক
সীমাহীন বাঁধ ভাঙ্গা জোয়ারে।
অসম কক্ষপথে উঁইপোকাদের বাস,
থেমে থাকা চাকাগুলো আলস্য কুঠুরে
সাধ এবং সাধ্যতার দ্বন্দ্ব যুদ্ধে
বিবেকের শুনি গান, জীবন জয়ের পথে।
০৬/০৭/২০১৪