খুলে দাও এ বাঁধন, আমি চাই মুক্তি
তারুণ্যের পথে আজ জেগেছে প্রান
আমায় দেখতে দাও, আমায় জাগতে দাও।

হতাশার ঘোলা জলে সাঁতরে বেড়াই আমি,
এসো বন্ধু দিশা লয়ে,জেগে উঠা ভূমি,
আকাশের কালো মেঘে, ঢেকে থাকা চাঁদ
ঘুচে যাবে নিরাশার অমানিশার রাত।

পথপানে দেখেছিলাম চলে যাওয়া মুখ,
ব্যথা ভরা পূর্বাকাশে খেলা করে দুখ,
সময়ের স্রোতে আজ, সবুজের চর
নির্ঘুম তারা রাতে এসো বাঁধি ঘর।

এসো তারুণ্য, এসো আগামীর দিন,
মরা বনে কচি প্রানে কেন দ্বিধাহীন?
এসো গড়ি, এসো ধরি সম্মুখের হাল
জেগেছে তারুণ্য, উড়াবে বিজয়ের পাল।



06/04/2014