শৈশবেরা ভীড় করে মরা খালে-বিলে,
নোঙ্গরে আজ মরচে ধরা ভাঙ্গা বিছানায়
হোক তাতে ক্ষতি কি?

বার্ধকেরা করুক খেলা মরা আঙ্গিনায়!

ধীরালয়ে চিরচেনা পথে আপন মনে,
চামড়ার ভাজে জাগে শিহরণ!
আবছা চোখের কোনে আধুনিকতার ডাক
মন ভাঙ্গা জোয়ারে প্রানহীন তরী।

ডুবো ডুবো আকাশের পানে।

কাকতাড়ুয়া ক্রুশবিদ্ধ কষাঘাতে,
কপালে এঁকেছে তিলক-চন্দন,
সাধ কি তাড়াবার সময়ের গান!
জেগে ঘুমায় বুদ্ধিহীন মানুষ।

জাগবার নেই অধিকার!


শ্মশানের ফুলের ঘ্রাণে বাতাসের বিছানা
উড়নচন্ডী কাকগুলি উচ্ছাসিত রবে
শুভ-অশুভ গগনে তারার আলো
নিঃস্তব্ধ ধূপারতির পানে।

শাখা-সিঁদুর বদ্ধ দ্বারে নিরালায়।

০৬/০৪/২০১৪