বুকের মধ্যে ধুক ধুক, আকুলী-বিকুলী মন;
পূর্নিমার ভরা যৌবন ওই ভাবে
শরীর দেখায় ক্যান?
জোছনের জলে জোনাক আলো
সাঁতার কাঁটে ক্যান?
যমুনার বুকে খোলা মাঠে
বৈঠা হাতে নকিব মাঝি
বেসুরা কণ্ঠের গানের টানে,
জাউলার মেয়ে সিমি বেগম
আড়চোখে বারে ডাকেন ক্যান?
সর্ষে বনে ফুলের মধু,
বস্ত্রহীনা মধুকরী ভর দুপুরে
রেণুর সনে সোহাগ ছড়ায় ক্যান?
ভালোবাসার চিলেকোঠায়,
অলস মনে রোমাঞ্চিত শরীরখানি,
উষ্ণস্নানে ভিজে ভিজে,
জ্বালা ধরায় ক্যান?
ছাদের গায়ে বসন ঘুড়ি,
রোদের আভা গায়ে মেখে
পাখা মেলে উড়ে বেড়ায়,
হায়রে অসভ্য পুরুষ,
মুগ্ধ হয়ে অমন করে
ফিরে তাকায় ক্যান?
দুর ছাই! মনে এতো প্রশ্ন জাগে ক্যান?
০৬/০৩/২০১৪