তোমার শুন্য দুয়ারে অজানা ক'রে বাস;
নিঝুম পাখির ডাকে নির্জনতার আহবান
আত্মমগ্ন চাঁদের জোছনায় রূপালী মানব
নেশাতুর ভবে কাব্য সঞ্চালনে
অমানিশা কালো দুর্গতিনাশিনীর পাতে।

পলাতক সময়ের একটু বসবাসে,
রঙ্গীন জীবনের তপ্ত হিসেবে
যোগফলের নেতিবাচক পলস্তরে
গুমরে কাঁদে রোমাঞ্চিত কলরব!
অভাবী সময়ের টানে!

আজ স্বপ্নেরা বাসা বাঁধে উজান পথে,
নোঙ্গরের প্রত্যয়ে অজানা মন
ফেরারী চোরাকাঁটা শুভ্র প্রলেপ মেখে
সাঁতরে বেড়ায় স্রোতের টানে
একটু সূচিস্নানের প্রত্যাশায়।

অনুবীক্ষণ যন্ত্রে আজ ক্ষুদ্রতার বসবাস,
রোমাঞ্চিত ক্ষণে নিমগ্ন প্রাণে
আশারা করে খেলা, বিস্ফোরণের সনে
দেখুক মানবকুল এ শতাব্দীর দুয়ার
অনু থেকে জাগরিত এক ফোটা বৃষ্টির
শান্ত সুনীল সমুদ্রের অবগাহনে।


০৫/৩১/২০১৪