মনের গহীনে জমে থাকা শান্ত নিবীড় জলে;
আমি সাঁতরে বেড়াই পান কৌড়ির ডাকে,
রাজহংসির পলক গগণের উষ্ণতার মেরুতে
আমার উন্মাদ কলমের বৈঠা ছোঁয়াব।

শব্দ থেকে শব্দের নোঙ্গরে উই পোকাদের
অলংকারের সুর ছন্দে, নৃত্যগীতে
ঢিবির উপরে দানা বাঁধবে
কোন শতকের কাব্য ইতিহাস।

কাব্য নিশির ঘোলা জলে জলকেলীর সাধনায়,
শত প্রেমির উচ্ছ্বাসিত কলবর,
আজ নেমেছে সন্ধ্যা কবি গগণে
পঞ্চ প্রদীপের ভেলায় ভেসে যায়
লক্ষ-কোটি মনের ঠিকানা।
কেউ ক্ষীপ্ত, কেউ শান্ত, কেউ বা ভালবাসার লয়ে,

অনাবৃত মোহনায় মিলিত কন্ঠে-
ধ্বনিতে হোক সূচিস্নাত উলুধ্বনি,
জলের ধারায় ভেসে যাক আনন্দধারা
আনন্দেরা করুক খেলা স্রোতধারায়।

আজ কবিতার জলে-
বিধৌত হব, কবিতার জলে।


০৫/২৯/২০১৪