ফুলের কলি, সন্ধ্যা বেলী ফোটে বাগানে;-
মুগ্ধরা করে খেলা শিহরিত আকাশে
আলস্য হাতে পরম পরশের গানে
তপ্ত রোদে ঝলসে যায় পোড়া বাতাসে।
পাতার শিরায় গানে-প্রাণে গুন গুন,
বাস্তবতার ছাপ লেগে যায় বিলাসে
আহত মনে বিস্তীর্ণ রেখার ফাগুন
ঝড়ে পড়ে পরাগ মাখা সুপ্ত মানসে।
শিক্ষা ভূমে দক্ষ চাষীর অবহেলায়;-
অঙ্গুরিত পথকলি অন্ধকারে বনে
নিস্পেষিত-বঞ্চিত নীরব অবেলায়
কোন জনমের জমে থাকে এই গানে!
বঞ্চনায় খোলাকাশে নিত্য যত্রবাস,
চক্রাকারে ঘুরছে কেবল বারো মাস।
০৫/২৬/২০১৪