(প্রিয় রনি দা ও বৌদি'কে)

জোসনা মাখা মঙ্গলালোকে দক্ষিণা বাতায়নে,
জোনাকীর মাল্য ফুলেল সুবাসে
এক চিলতে হাসির মধুমাখা আলীঙ্গণ
অবাক নয়নে, মুগ্ধ পথিকবর।

বেঁধেছিলে আঁচল, সোনালী সময়ে,
আকন্ঠ ভালোবাসার সুধা নেশার বলয়ে
হাতের আলতো পরশে সুপ্ত গগণে
তারারা কথা কয় মৃদুলয়ের তানপুরায়।

বিধাতার সৃষ্ট বেলকুনীতে,
পাখীদের ছোট নীড়ে নিমগ্ন উষ্ণতা,
মৌমাছিদের গুঞ্জনে মধুর আলাপনে
হাসিরা করে খেলা রোদ্দুর বারান্দায়।

সারল্যবোধের সুখের ঠিকানায়,
গলিত লাভার সঞ্চিত লয়ে
হিমাগারে জমে জমে আকারে বহে
ঈশ্বররূপী কোন এক ছায়া দেবীর কোলে।

ক্ষয়ে যাওয়া পৃথিবীর, বয়ে যাওয়া নদী,
হাসিরা করুক খেলা অবলিলায়,
তোমার চাঁদের আঙ্গিনায়,
ভোরের বাতাসে সুবাসিত হোক সবুজ,
মুক্ত মনের দূয়ারে।

০৫/২৭/২০১৪