সঙ্গীত সুধার মদ্যপানে গানে্র আঙ্গীনায়
ভিজিয়ে দেহ-মন, আসক্ত কাব্যপ্রেমী
অচেনা বন্দরে নোঙ্গর করে তরী
এই তো সেই বিশাল বক্ষের কথাকলি।

তারুণ্যের জয়গানে উদ্ভাসিত ক্ষণে
যে দেখিয়েছে পথের নিশানা,
আজন্ম স্বপ্নে গড়া ভূবনে এক চিলতে আলো
অসংখ্য চোখের মনিকোঠায় দীপ্তমান
আগামী বিশ্বকে দেখার প্রত্যয়ে উন্নতমম শিরে,
এগিয়ে চলে দলছুট তারুণ্য, সময়ের পথে।

কখনো বজ্রের হুঙ্কারে দ্বিখন্ডিত অত্যাচার,
লৌহকপাট ভেঙ্গে দূয়ারে ফেরে ভালোবাসা
স্বপ্নভরা চোখে বাঁশের বাশরী
অস্ত্রকে ভালোবেসে বাঁধে ঘর
তপ্ত আগুনের মৃত্যুকোপে বসে,
কাব্য নিশিথে ঝাকড়া চুলের কবি।

তোমার আগুনে আজও ঝলসে মাঘীপুর্নির রাত,
কাব্যে তুলে সুর মিনারে মিনারে,
ক্লান্ত পথিকের চোখে ফেরে আগামীর সুখ,
যুব-তরুণ পায় সাহসের দিশা,
অশান্ত পৃথিবীতে শান্তির ঢেউ,
তোমার কাব্যগুণে।

আমি কবিকে দেখি,
কবির স্বপ্নের ঠিকানা-
নতুন দিনের গানে।

০৫/২৫/২০১৪