ব্রাজিলে উঠেছে ঝড়
সাজ সাজ রব,
ফুটবলের কালা জ্বরে
কাঁপিতেছে সব।
ঘরে ঘরে পতাকা
করে পত পত,
কে নেবে বিশ্ব কাপ
জনে নানা মত।
নানা বলে ব্রাজিলের
নানী বলে স্পেন,
নাতি বলে আর্জিণ্টিনা
বাদ যাইব ক্যান?
পাড়া-পরশী ছেলে-মেয়ে
করে হৈ হৈ,
নকিব মাঝি ভাবে বসে
বানাবে সে বই(সিনেমা)।
টি-স্টলে আলোচনা
জয় মেসি মেসি,
কেউ এসে রেগে বলে
হচ্ছে বেশী বেশী।
এই নিয়ে তর্ক
চলে সেই দোকানে,
হাতাহাতি, গুতাগুতি
চলে গেছে বিমানে।
পাড়া জুড়ে হৈ চৈ
কাকা বাবু গেল কৈ?
বিশ্ব কাপের কালা জ্বর
আসছে সামনে চেয়ে রই।

০৫/২১/২০১৪