তোমার চরণে নিয়েছি  ঠাঁই
আমি ওগো দয়াময়,
       আজি এই ধরাতে অপ ছায়াকে
করতে পারব জয়।।

শুন্য ভবে এসেছিলেম, তপ্ত রোদে খরা,
হৃদয় ভূমে পুন্য মমতায় আজিকে করেছ ভরা।
তোমার অপার বাণির্ধ্বনি শুনি বারে বারে
তোমার হস্তে সঁপেছি জীবন হৃদয় উজাড় করে।

দিবা-নিশি আকাশ নীলে ঐ উজ্জ্বল তারা
মুগ্ধ আমি তোমার পরশে হই আত্মহারা।
জাগিছে ভূবন, জাগিছে তপন ঐ নব দিন
রয়েছ সদা, আপলন লয়ে হবো না আমি লিন।


তুমি আমার প্রাণ,
মনের গহীনে জেগে উঠেছে
ঐ নতুন দিনের গান।


০৫/১৮/২০১৪