আসিল দেশে এক
ভয়ংকর রাজা,
আয় গাই, তাই তাই
জোরে ব্যান্ড বাজা।
চা কাপে ঝড় তোলে
আলোচনা তুঙ্গে,
কি হবে জলে স্থলে
কি হবে বঙ্গে?
ইয়া বড় জিভ তার
মুখে সাদা দাড়ি,
বাড়ি বাড়ি খুঁজে ফেরে
শুধু খালি হাড়ি!
হাড়ি দিয়ে কি হবে
কে জানে ভাই!
এই রাজা সেই লোক
চুষে চুষে খায়।
ভুলি নাই সেই দিন
ভুলিনি আমরা,
সেই দিন ছিলে ছিলো
ধর্মের চামড়া।
মানুষ আজ অমানুষ
দেয় ভোট রাজাকে,
এক দিন এই রাজা
দিবে থাবা প্রজাকে।
০৫০৪০২০১৪