বিবেকের বাগানে প্রস্ফুটিত গোলাপের মেলা;
সন্ধ্যায় জোনাকির আলো
গন্ধে মাতানো সুবাসের নদী
ঝরণা ধারার অবগাহণে আশারা,
একটি চাঁদের জন্য।

মেঘের শুভ্রতা হয়েছে নিকষ কালো,
চাঁদ উঁকি দেয় মধ্য রাতের বিছানায়,
বিবেকের মদ্যপ নেশার পোকা
গ্রাস করে সুখের সীমানা।

চাঁদের আবরণে কালোর ছায়া,
গঙ্গা হবে লাল, উতলা ঢেউয়ে,
মাঝির নিশানা হবে অতলে গহবরে
পিচাশেরা হাসবে গুজরাটের পথে।



০১/১৫/২০১৪