(জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী লুসি তৃপ্তি গোমেজ'কে)
আসক-এর টেবিলের শত ফাইলের ভাজে ভাজে,
অসংখ্যা পদললিত, নির্যাতিত মানবের মুখ
হায়েনার থাবায় ক্ষত-বিক্ষত দেহ
ঝলসে যাওয়া মুখ, চাপা বেদনার সুর,
মনের ভিতরে এঁকেছিলে-
মানবতার আলোকিত আশার ক্যানভাস।
জীবনের রঙ্গমঞ্চ থেকে উঠে আসা
বাস্তবতার সকরুণ পদটিকায়
লক্ষ-কোটি চোখের মনিতে
ভাসিয়েছিলে সচেতনতার স্বর্ণতরী।
এক পলকের শ্লোগানে গেয়েছিলে
বেঁচে থাকার গান, লড়াইয়ের গান।
একদিন ক্যামেরার সামনে চোখ
চোখের সামনে মুক্ত ফ্রেমের ইনডোর-আউটডোর,
ফ্রেমইনের চতুর্ভুজি সীমানায় এক মুঠো আলো,
ম্যাক-আপের আড়ালে প্রাণ,
কখনো কথা বলে সভ্যতার,
কখনো বা কিশোরের চোখ ভেজা স্বপ্ন!
আমরা সেই স্বপ্ন বুনি-
স্বপ্ন থেকে বাস্তবতার প্রস্ফুটিত কায়া,
বিবেকের সুরে বাজে মমতার গান,
গানের তারায় জ্বলে উঠা সম্ভাবনার দার,
জাতীর কাছে বিবেক হয়ে
জ্বলবে বারংবার।
০৫/১৪/২০১৪