শনিবারের ছুটিতে
দুই পেগ ভোটকা
ঝাল মুড়ি নিয়ে এলো
ঐ পাড়ার ছোটকা।
বিয়ারটা পাশে ছিলো
ছিপি খুলে দেই টান,
ঢক ঢক হুল্লা
সাথে উন্মাদের গান।
টাকিলার তিন পেগ
সল্ট-লেবু চুক চুক,
ওয়াইনের বোতলে
মন করে ধুক ধুক।
যোগ হলো বাংলা
সাথে গাঁজা সিগারেট,
কখন যে বন হবে
জীবনের শেষ গেট!
অতপর এম্বুলেন্স
হাসপাতাল-ডাক্তার,
শেষ ডাক এসে গেছে
মুখে মাস্ক মোক্তার।
মদ পানের অংক
পেগ পেগ সংখ্যা
যোগফলে শূন্য
কে দেবে ব্যাখ্যা?
০৫/১২/২০১৪