বুঝিনি তো সেদিন এসেছিলাম ভবে;-
কষ্টকে আগলে নিয়ে সদা হাস্য মুখে
আপ্লুত তুমি মেতেছিলো আনন্দে সবে
আমার হৃদয়ে লিখলে থাকিস সুখে।
স্কুলের পথে তুমি আশায় বুক পেতে,
দেখেছ আগামী দিনের সুখের রেখা,
দিয়েছো ভালোবাসা, দাওনি পড়ে যেতে
জীবন চলার পথে পাই তব দেখা।
আজ তোমার দিন, ভালবাসার দিন;-
আমার যত কঠিন কাজে তুমি ছায়া,
তোমার আশীর্বাদ, নয়তো অর্থহীন
ভালো রেখো প্রভু তুমি করি আমি দোয়া।
বহুদূরে আছি আমি কাছে আছো তুমি,
তব স্নেহে ধন্য, তোমার চরণ চুমি।
০৫/১০/২০১৪