(উত্সর্গ একজন প্রিয় পাঠকে)

ভোরের ভৈরবী ভাবায় ভব ভূবনে;-
কল্পলোকের কস্তুরী কাননে কুঞ্জ
ভব ভুচক্ত্র ভজন ভজ্যমান ভাণে
কিরাতী কোকিলে কল্পিত কিরণ কুঞ্জ।
মন কুঞ্জে কোকিলা সুরের মোহনায়;-
ভজনালয়ে বসে নিত্য গায়কী রূপে,
পদ্মাসনে বিমোহিত কোন ঠিকানায়,
চরণে নিয়ত, বেদীমূলে পুষ্প জপে।

তব হেরি যজ্ঞ নিবেদনে উষা দেবী;-
কিরণ মাল্য সাধক নিয়ত মননে,
কল্পিত ভূবনে আরাধ্য ধ্যানে এ কবি
রাখিয়া সিন্ধু শব্দালয়ে অতি যতনে।
তুলিতে আঁকিয়া মুগ্ধ বিধাতার সনে,
চাঁদের আলোয় বিধৌত এ পুষ্পবনে।

০৫/১০/২০১৪

(ক্ষমা চেয়ে নিচ্ছি, রুম্পার মতো সুন্দর করে শব্দালংকার নিয়ে কবিতা বুননের শব্দ জ্ঞান আমার নেই। তাকে নকল করার প্রয়াস মাত্র।)