কবিতা লেখা ছেড়ে দিয়ে চলে গেলাম প্রবন্ধ,রিপোর্টিং ও ফিচারে। বেশ কয়েক বছর লিখেছি। পত্রিকা সম্পাদক থাকাকালীন সময়ে অনু কবিতা লিখতাম। দেশ ছেড়ে চলে আসার পর কাজের চাপ ও মানসিক চাপে পাঁচ বছর লেখালেখি বন্ধ ছিল। একদিন ইন্টারনেট ঘাটতে ঘাটতে সুরজিত দা'র কবিতা ক্লাব-এর খোঁজ পেয়ে গেলাম। তাদের অনুপ্রেরণায় কবিতার নব জ্ন্মদানে আবার সক্ষম হলাম। একদিন পেয়ে গেলাম, আমার প্রিয় বাংলা কবিতার আসর। এখন প্রতিদিন একটি কবিতা লিখার তাগিদ অনুভব করি। যার পিছনে রয়েছে কবিতা ক্লাব ও বাংলা কবিতার আসর। ধন্যবাদ বাংলা কবিতা আসরের সম্মানীত এডমিনদ্বয়দের।
আলোচনাটি ৮৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৫/২০১৪, ১২:৫৪ মি: