কি আছে লুকিয়ে আছে কালোর ভিতরে;-
শংকিত মনে দ্বিধা, চায় জানতে ক্ষণে,
বেঠিক চলাচল, গুলি ভরা গতরে
কেবা মরে?কারা মারে? ভাবি বসে মনে।
আইন আছে তবুও কেন তারা উর্ধ্বে?
ন্যায় বিচার, সুশাসন কেঁদে বলেন,
চলে গুলি, খেলে হোলি বিবেকের মধ্যে,
ঘুমের ভানে প্রশাসন হাই তোলেন।

দেশ যে আজ জিম্মি কালো রঙ্গের জলে;-
রাজনীতি-মারপ্যাঁচ, চলে গুম-হত্যা,
অকারণে ভাসে কেউ যমুনার জলে,
জলে ডুবে গেছে আজ বিবেকের সত্বা।
ক্রসফায়ার চলছে, মন কেঁদে কয়,
কালো পোষাকের অন্তরালে মায়া নয়।


০৫/৯/২০১৪