রবির ভাবনায়, চিন্তা চেতনায়
জাগা ভোর,
এলো সকাল এলো সন্ধ্যা মালতি
খোল দোর।
শান্তির ব্রত কন্যাণে নিবেদিত
মুক্ত প্রাণ,
ভালোবাসা, আশা জাগে, চির
চেনা গান।
মুক্ত কন্ঠে পাখিরা করে
খেলা ভূমে,
কবিতার আঁচলে পেতে কাব্য
নিবো চুমে।
০৫/০৯/২০১৪