এক পশলা বৃষ্টি এসে
ভিজিয়ে দিলে মন,
গরম কেটে শীতের আভায়
এই তো সারাক্ষণ।
মেঘ কেটেছে চাঁদ উঠেছে
জোছনা মাখা মুখ,
জীবন গল্পে লেখা আছে
যত্নে গড়া সুখ।
ভোরের আলোয় ভেজা ঘাসে
পরশ মাখা পা'য়,
ফুলের কলি উঠুক হেসে
সোনার আঙিনায়।
মুঠো ফোনে লিচু বনে
ভেসে আসা গান,
কবির গানে মন ভেজাবো
তৃপ্ত রৌদ্রস্নান।
মেরিল্যান্ড, মে ৫, ২০২৪