চড়াখোলায় জন্ম তোমার
তাই কি অপরাধ?
স্থাপন গায়ে খুদায় নামটি'র
দেখার ছিল সাধ!

খ্রীষ্ট নামের ভজন-সাধন
যজ্ঞে প্রণিপাত,
পালা গানের মগ্ন ধ্যানে
জোছনা মাখা রাত।

সৃষ্টি তোমার চিন্তা-কর্মে
তব মর্ম বাণী,
পঞ্চ কবি'র মতোই তুমি
আমরা সবে জানি।

নিরুর হাতে বাঁশি এখন
জ্বলছে অচিনপুর,
রাত পোহালে আমার গাঁয়ে
আসবে নতুন ভোর।

মেরিল্যান্ড/মার্চ ০৯/২৫