আজ এই ময়দানে জনসমাবেশে-
কোন দাবি নিয়ে নয়,
টিএসসির খোলা প্রান্তরে এক কাপ চা
আর নিকোটিনের তপ্ত নেশায় নয়,
নয় কোন অভুক্ত মানুষের
এক মুঠু অন্ন!

আজ চাই এক মুঠো ভালোবাসা।

০১/১৪/২০১৪