পিঠার ঘ্রাণে, পিঠার টানে
মন যে রে ভাই ছুটছে,
জানুয়ারি ২৬ তারিখ
পিঠার আসর বসছে।

হরেক রকম পিঠা হবে
ভাপা-কুলি-পাটিসাপটা,
চাল কিনছে, গুড় কিনছে
কেউবা আবার কিনছে আটা।

দূর প্রবাসে বীরের বেশে
সোনার বাংলা ভালোবেসে
ওয়াশিংটন হবে বাংলা
বুক ফুলিয়ে বলছি হেসে।

পিঠার মধ্যে প্রতিচ্ছবি
বাংলাদেশের ভোরের রবি,
কবির হাতে কলম-তুলি
কল্পনাতে দেশের ছবি।

পিঠামেলায় নানান সাজে
আমার সোনার গান যে বাজে,
অঘ্রায়ণের গন্ধে মাতাল
রমনীদের শাড়ির ভাঁজে।

লাল-সবুজের মায়ার তলে,
এসো ভিজি নতুন জলে,
২৬ তারিখ চলে এসো
মান-অভিমান গিয়ে ভুলে।

------------অক্টোবর ১৪, ২০১৮