চল চল চল,
আমরা ছাত্র দল
করি ভাঙচুর, করি হামলা, করি গন্ডগোল!
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে রাঙা প্রভাত
শিক্ষকের গায়ে ওঠাই হাত
লাঠি নিয়ে হাতে রাস্তায় রাত
আমরা মেধাবীর জাত।  

নব নবীনের গাহিয়া গান
মারিয়া-কাটিয়া বাংলা শ্মশান
আমরা জামাতের কচি প্রাণ
লালে লালের দল,
চলরে ইট ভাঙিয়া আন,
মেট্রো ভেঙে করি খান খান
নিব পুলিশের তাজা জান।
চল রে চল রে চল
চল চল চল।।

যাক রে তখত-তাউস
চব্বিশে স্বাধীনতার হুশ,
এতো বছরে ছিলাম কেন বেহুশ,
কে বা কারা করিল পুশ।
জাগিল ছাত্র সকল
পরীক্ষায় চাই নকল,
জেগে ওঠ মেধাবী দল
সুদ চাচায় দিয়েছে ডাক
গদির কাছে যাই চল।
আমরা গড়িব নতুন করিয়া
লুটে খাওয়ার তাজমহল।
চল চল চল।।

মেরিল্যান্ড নভেম্বর ২৪/২৪