মেহেদী রাঙা হাতটি ছিল
বহু দিনের চেনা,
হৃদয় শিলে নামটি লেখা
পাঁজর দিয়ে কেনা।
ভালোবাসার জোয়ার-ভাটায়
ডুবু ডুবু ক্ষণে,
ভেলায় ভাসা জলছবিটা
বলছে কানে কানে।
গল্পাকারে হাজার কথা
রাত্রি শেষে ভোর,
স্বপ্নগুলো গুছিয়ে রেখো
তোমার অচিনপুর!
মেরিল্যান্ড এপ্রিল ১৯.২০২৪