অভিনয়ের মাত্রাটা যে
বাড়ছে দিনে দিনে,
কোটার টাকায় গোটা দেশটা
আনছে যেন কিনে!
আর কত ভাই, রক্ত খেলা
পড়াশোনা লাটে,
লাঠির আঘাত ডিজে পার্টি
চলছে ঘাটে ঘাটে!
বাবার গায়ের বস্ত্র হরণ
দ্রৌপদীরা দেখে,
কান ধরানো সম্মানটা যে
এই শিশুরা শিখে।
সময় তোমার পড়াশোনার
রাস্তা-ঘাটে নহে,
সম্ভ্রমহানির এমন দৃশ্য
চোখে নাহি সহে!
মেরিল্যান্ড, আগস্ট, ১৬/২০২